৬২৬ পদে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB) -তে ৪টি নিয়োগ বিজ্ঞপ্তি || BRDB-Job-Circular

৬২৬ পদে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB) -তে ৪টি নিয়োগ বিজ্ঞপ্তি

৬২৬ পদে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB) -তে ৪টি নিয়োগ বিজ্ঞপ্তি || BRDB-Job-Circular

নিয়োগ বিজ্ঞপ্তি 

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতায় রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি কোটায় জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত/স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত শর্তে BRDB এর ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে (online) আবেদন আহবান করা হচ্ছে।অনলাইন (online) ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না বলে নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

👉 আবেদন শুরুর তারিখঃ ১ ফেব্রুয়ারি ২০২২ খ্রিঃ

👉 আবেদনের শেষ তারিখঃ ২৩ ফেব্রুয়ারি ২০২২ খ্রিঃ

👉 পদ সংখ্যাঃ ৪১০+-১৬৩+৩০+২৩ টি

👉 আবেদন ফী (সার্ভিস চার্জসহ): ৭৮৪/- টাকা, ৫৬০/- টাকা, ৩৩৬/- টাকা এবং ২২৪/- টাকা

👉 আবেদনের লিংকঃ এখানে প্রবেশ করুন

👉 পদের নামঃ ৪টি নিয়োগ বিজ্ঞপ্তির স্মারক ওয়ারী নিম্নে প্রদান করা হলোঃ

১ম নিয়োগ বিজ্ঞপ্তি (৯ম গ্রেড)- স্মারকঃ২০৫.১১.০০৩.২১-৮০০, তারিখঃ ৩০.০১.২০২২ খ্রিঃ 👉 ডাউনলোড

১ম নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের Job Circular বাটনে ক্লিক করুন৬২৬ পদে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB) -তে ৪টি নিয়োগ বিজ্ঞপ্তি || BRDB-Job-Circular


২য় নিয়োগ বিজ্ঞপ্তি (১০ম গ্রেড)- স্মারকঃ২০৫.১১.০০৩.২১-৮০১, তারিখঃ ৩০.০১.২০২২ খ্রিঃ 👉 ডাউনলোড

২য় নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের Job Circular বাটনে ক্লিক করুন
৬২৬ পদে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB) -তে ৪টি নিয়োগ বিজ্ঞপ্তি || BRDB-Job-Circular


৩য় নিয়োগ বিজ্ঞপ্তি (১১- ২০ গ্রেড)- স্মারকঃ২০৫.১১.০০৩.২১-৮০২, তারিখঃ ৩০.০১.২০২২ খ্রিঃ 👉 ডাউনলোড

৩য় নিয়োগ বিজ্ঞপ্তিতে ডাউনলোড করতে নিচের ২টি Job Circular বাটনে ক্লিক করুন
৬২৬ পদে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB) -তে ৪টি নিয়োগ বিজ্ঞপ্তি || BRDB-Job-Circular

৬২৬ পদে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB) -তে ৪টি নিয়োগ বিজ্ঞপ্তি || BRDB-Job-Circular


৪র্থ নিয়োগ বিজ্ঞপ্তি (১০- ১৯ গ্রেড)- স্মারকঃ২০৫.১১.০০৩.২১-৮০৩, তারিখঃ ৩০.০১.২০২২ খ্রিঃ 👉 ডাউনলোড

৪র্থ নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের Job Circular বাটনে ক্লিক করুন
৬২৬ পদে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB) -তে ৪টি নিয়োগ বিজ্ঞপ্তি || BRDB-Job-Circular


 আবেদনের শর্ত ও নিয়মাবলিঃ

১। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি প্রদানের পদ্ধতি।

ক। আবেদন BRDB এর ওয়েবসাইটে সরাসরি দাখিল করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

(i) Online এ আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০১ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ, সকাল ১০:০০ ঘটিকা।

(ii) Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ, বিকাল ০৫:০০ ঘটিকা।

(iii) আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ, বিকাল ০৫:০০ টার মধ্যে কেবল User ID প্রাপ্ত প্রার্থীর উক্ত সময়ের পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে বিজ্ঞপ্তিতে বর্ণিত নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।

(iv) শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীগণকে পরামর্শ প্রদান করা হচ্ছে।

খ। Online এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৮০ Pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

গ। Online এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন প্রেরণ করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ। প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

ঙ। sms প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। যদি Applicant's Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালাে/ সম্পূর্ণ সাদা/ঘােলা ) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযােগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy তে তার সাম্প্রতিক তােলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলােড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's Copy -তে একটি User ID থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk pre-paid মােবাইল নম্বর হতে ০২ (দুই) টি sms এর মাধ্যমে উক্ত Applicant's Copy প্রার্থী Download পূর্বক প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's Copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে। উক্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নেক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে দুটি sms করে নিয়ােগ বিজ্ঞপ্তির ক্রমিক ০১ থেকে ০২ পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৭০০ টাকা এবং অনলাইন ফি বা Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৮৪ টাকাসহ অফেরতযােগ্য সর্বমােট ৭৮৪ (সাতশত চুরাশি) টাকা। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online এ আবেদনপত্র কোন অবস্থায় গৃহীত হবে না।

প্রথম sms: BRDB<Space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

দ্বিতীয় sms: BRDB<Space>Yes<Space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

চ। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এই ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে sms এর মাধ্যমে (শুধু যােগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানাে হবে। Online এ আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

ছ। sms এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী রঙ্গিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশ পত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

জ। শুধুমাত্র Teletalk pre-paid মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত sms পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ

User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।

i) User ID জানা থাকলে BRDB<Space>Help<Space>User<Space>User ID লিখে Send করতে

হবে 16222 নম্বরে।

Example: BRDB Help User ABCDEF & Send to 16222

ii) PIN Number Gtat al PC BRDB<Space>Help<Space>PIN<Space>PIN No. Forcat Send করতে হবে 16222 নম্বরে।

Example: BRDB Help PIN 1234567 & Send to 16222

ঝ। বাংলাদেশ পল্লী উন্নয়ন বাের্ড এর ওয়েবসাইটে নিয়ােগ পরীক্ষা এর বিজ্ঞপ্তি, Online আবেদনপত্র

পূরণের নিয়মাবলী, sms এ পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলীসহ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি পাওয়া যাবে।

ঞ। অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন

করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ট। Online আবেদন করতে কোন সমস্যা হলে যে কোন টেলিটক মােবাইল নম্বর থেকে ১২১ এ কল করে প্রয়ােজনীয় সহযােগিতা নেয়া। যাবে। এ ছাড়াও অলজবস এবং vas.query এবং এই ই-মেইলে যােগাযােগ করা যাবে। (Mail এর Subject-এ Organization Name: BRDB, Post Name:****, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

 

২। সকল পদে প্রার্থীর সর্বোচ্চ বয়স ০১ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ তারিখে ৩০ বছর এবং সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে। তবে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র/কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বয়স    সম্পর্কিত কোন এফিডেভিট গ্রহণযােগ্য হবে না।
৩। মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/দপ্তর/সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ সংস্থায় কর্মরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে; তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল হবে না।
৪। বাংলাদেশ পল্লী উন্নয়ন বাের্ড কর্তৃক বাস্তবায়নাধীন/বাস্তবায়িত প্রকল্প/কর্মসূচি/ইউসিসিএ’তে কর্মরত কর্মচারীগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে তাদের বয়সসীমা শিথিলযােগ্য হবে; তবে প্রার্থীদের দাপ্তরিক তথ্য যাচাই করে প্রার্থীতা নিশ্চিত করা হবে। এক্ষেত্রে তাঁরা চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে নিয়ােগ প্রাপ্ত হলে তাদের প্রকল্প/কর্মসূচি/ইউসিসিএ’র চাকরিকাল গণনায় আসবে না। উল্লেখ্য, আউটসাের্সিং প্রক্রিয়ায় নিয়ােগপ্রাপ্ত কর্মচারীগণ বর্ণিত বয়স শিথিলের আওতায় আসবে না।
৫। ইতঃপূর্বে বাংলাদেশ পল্লী উন্নয়ন বাের্ড এর স্মারক নং-৪৭.৬৭.০০.০০২০৫.১১.০০৪.১২.৪০২৭ তারিখ: ১৮/০৫/২০১৫ খ্রি. মূলে জারিকৃত  নিয়ােগ বিজ্ঞপ্তির বিপরীতে গৃহীত পরীক্ষা এতদ্বারা বাতিল বলে গণ্য হবে এবং উক্ত বিজ্ঞপ্তি এ বিজ্ঞপ্তির অংশ হিসেবে বিবেচিত হবে। তবে উক্ত নিয়ােগ বিজ্ঞপ্তির বিপরীতে আবেদনকারী যােগ্য প্রার্থীগণ আবেদনকৃত পদে পরীক্ষা ফি প্রদান ব্যতিরেকেই শুধুমাত্র টেলিটক এর সার্ভিস চার্জ (বিজ্ঞপ্তির ক্রমিক ০১ থেকে ০২ পর্যন্ত পদের জন্য অফেরতযােগ্য ৮৪ টাকা) প্রদানের মাধ্যমে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে অবহিত করতে হবে এবং উক্ত নিয়ােগ বিজ্ঞপ্তিতে (২০১৫ সনের) উল্লিখিত বয়সসীমা তাদের ক্ষেত্রে বহাল থাকবে।
৭। বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি হতে পারে, যা নিয়ােগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হবে।
৮। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা সনদ (যদি থাকে), যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পত্র (প্রযােজ্য ক্ষেত্রে), অনলাইনে আবেদনের প্রিন্টেড কপি ও অন্যান্য সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
৯। প্রাপ্ত আবেদন প্রাথমিক বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত প্রার্থীদের লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষার জন্য বিআরডিবি’র ওয়েবসাইট  এবং এসএমএস এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) মােবাইল নম্বরে যথাসময়ে জানানাে হবে।। নিয়ােগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি.এ/ডি.এ দেওয়া হবে না।
১০। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও ওয়েবসাইটে এবং BRDB এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মােবাইল অপারেটর টেলিটকের জবপাের্টাল All Jobs ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।
১১। আবেদনের সময় নামের বানান সতর্কতার সাথে শিক্ষা সনদের সাথে মিলিয়ে লিখতে হবে, শিক্ষা সনদে উল্লিখিত নামের বানানের বাইরে পদবি/মৃত ইত্যাদি লিখা যাবে না। স্থায়ী ঠিকানা সঠিকভাবে লিখতে হবে। অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য নিয়ােগ কার্যক্রমের যে কোন পর্যায়ের বা নিয়ােগদানের পরেও অসত্যপূর্ণ/ত্রুটিপূর্ণ/ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/ নির্বাচন বা নিয়ােগ সরাসরি বাতিল বলে গণ্য হবে। এছাড়া নিয়ােগের পূর্বে ডােপ টেস্ট করা হবে। ডােপ টেস্টে কাউকে মাদকাসক্ত পাওয়া গেলে তাঁর দরখাস্ত/নির্বাচন বাতিল বলে গণ্য হবে।
১২। নিয়ােগ সংক্রান্ত সকল বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। অনিবার্য কারণে নিয়ােগ প্রক্রিয়া স্থগিত/ বাতিল/ প্রত্যাহার করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

৬। স্মারকঃ২০৫.১১.০০৩.২১-৮০২, তারিখঃ ৩০.০১.২০২২ খ্রিঃ 👉 এর  ক্রমিক নং ০৩-০৮ পর্যন্ত  এবং

স্মারকঃ২০৫.১১.০০৩.২১-৮০৩, তারিখঃ ৩০.০১.২০২২ খ্রিঃ 👉 এর ক্রমিক নং ০৮-১৫ পর্যন্ত  পদে প্রার্থী নির্বাচনে প্রচলিত জেলা কোটা ও অন্যান্য কোটাসহ (প্রযোজ্য ক্ষেত্রে) সরকারি বিধি বিধান অনুসরন করা হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট বিধি বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তি || পরীক্ষার সময়সূচী-স্থগিতাদেশ || প্রবেশপত্র || পরীক্ষার ফলাফল- এক সাথে  এক জায়গাতেই || Other Jobs Update || Result All Bangladesh 

   নিয়োগ বিজ্ঞপ্তি

     সরকারী চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখু্ন একত্রে


    বেসরকারী চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখু্ন একত্রে


    স্ব-শাসিত  চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখু্ন একত্রে


    সরকারী প্রকল্পের চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখু্ন একত্রে


    স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখু্ন একত্রে


    ব্যাংকের চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখু্ন একত্রে


    NTRCA চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখু্ন একত্রে

পরীক্ষার সময়সূচী 

    সকল পরীক্ষার সময়সূচী দেখু্ন একত্রে

পরীক্ষার স্থগিতাদেশ

    পরীক্ষার সকল স্থগিতাদেশ একত্রে দেখুন

প্রবেশপত্র

    সকল প্রবশপত্র একত্রে দেখুন

পরীক্ষার ফলাফল

চাকরির পরীক্ষার ফলাফল

    সরকারী চাকরির সকল নিয়োগ পরীক্ষার ফলাফল দেখু্ন একত্রে


    বেসরকারী চাকরির সকল নিয়োগ পরীক্ষার ফলাফল দেখু্ন একত্রে


    স্ব-শাসিত  চাকরির সকল নিয়োগ পরীক্ষার ফলাফল দেখু্ন একত্রে


    সরকারী প্রকল্পের চাকরির সকল নিয়োগ পরীক্ষার ফলাফল দেখু্ন একত্রে


    স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের চাকরির সকল নিয়োগ পরীক্ষার ফলাফল দেখু্ন একত্রে


    ব্যাংকের চাকরির সকল নিয়োগ পরীক্ষার ফলাফল দেখু্ন একত্রে


    NTRCA চাকরির সকল নিয়োগ পরীক্ষার ফলাফল দেখু্ন একত্রে

একাডেমিক পরীক্ষার ফলাফল

    PSC পরীক্ষার ফলাফল
    JSC/JDC পরীক্ষার ফলাফল
    SSC/Dakhil পরীক্ষার ফলাফল
    HSC/ Alim পরীক্ষার ফলাফল
    Diploma পরীক্ষার ফলাফল
    Degree পরীক্ষার ফলাফল
    Honours পরীক্ষার ফলাফল
    Masters পরীক্ষার ফলাফল

নিয়োগপত্র

    সকল নিয়োগপত্র একত্রে দেখুন

বিজ্ঞপ্তি/নোটিশ

    সকল বিজ্ঞপ্তি/নোটিশ একত্রে দেখুন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ