৩০ পদে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (SPARRSO) রিসার্চ ফেলোশিপ বিজ্ঞপ্তি
আবেদনের নিয়ম ও শর্তাবলি:
১. স্পারসাে রিসার্চ ফেলােশিপ নীতিমালায় বর্ণিত বিষয়/ক্ষেত্র, শর্ত, যােগ্যতা এবং অন্যান্য বিষয়াদি অনুসরণপূর্বক চেয়ারম্যান, স্পারসাে বরাবর আবেদন করতে বলা হয়েছে।
২. এ সংক্রান্ত নীতিমালা/ আবেদনপত্রের ফরম SPARRSO ওয়াবসাইট এর নোটিশ বোর্ডের ক্রমিক নং ৯২ দেখুন 👉 Download আবেদন ফমর doc file
৩. সকল ডকুমেন্ট পিডিএফ আকারে নিম্নবর্ণিত ফরমেটে sparrso বরাবর জমা দিতে বলা হয়েছ👉- “[FirstName]_[LastName]_[DocumentType]” অথবা হার্ডকপি বদ্ধ খামে প্রেরণ করা যাবে।
৪. আবেদনকারীকে ভালভাবে জানে এবং তার দক্ষতা সম্পর্কে তথ্য দিতে পারে এমন কোন শিক্ষক/প্রফেশনাল ব্যক্তি হতে “Letter of Recommendation for [JRF/RA] [First Name] [Last Name]” নামে একটি সুপারিশ পত্র (Recommendation Letter) সুপারিশকারী কর্তৃক সরাসরি ই-মেইলে admin@sparrso.gov.bd বরাবর নির্ধারিত সময়সীমার মধ্যে প্রেরণ করতে হবে অথবা হার্ডকপি হলে বদ্ধ খামে আবেদন পত্রের সাথে সংযুক্ত করে প্রেরণ করতে হবে।
৫. প্রয়ােজনে কর্তৃপক্ষ ফেলােশিপ এর সংখ্যা, সময়কাল, টাকার পরিমাণ হ্রাস-বৃদ্ধি করতে পারবে।
৬, আবেদন, বাছাই প্রক্রিয়া ইত্যাদি কারণে কোন ভাতা প্রদান করা হবে না।
৭, আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৪ ফেব্রুয়ারী ২০২২, বেলা ১২:৩০ টা।
৮. যে কোন পরিস্থিতিতে স্পারসাে কর্তৃপক্ষ কোন আবেদনপত্র/ফেলােশিপ বিবেচনা/স্থগিতকরণ/বাতিলের পূর্ণ অধিকার রাখে।
0 মন্তব্যসমূহ