ক্রাফটসম্যান ফুটওয়্যার এন্ড এক্সেসরিজ লিঃ- এ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

ক্রাফটসম্যান ফুটওয়্যার এন্ড এক্সেসরিজ লিঃ- এ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

ক্রাফটসম্যান ফুটওয়্যার এন্ড এক্সেসরিজ লিঃ ১০০% রপ্তানিমুখী চামড়ার জুতা ও চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অনতিবিলম্বে নিম্নোক্ত পদ সমূহে জরুরী ভিত্তিতে নিয়ােগ করা হবে।


১। সুপারভাইজার (কাটিং, সুইং, লাস্টিং, ফিনিশিং, প্যাকিং ও আউটসােল)।

👉পদ সংখ্যা: ৩০জন।

🧾শিক্ষাগত যােগ্যতাঃ নূন্যতম এস.এস.সি।

🎖️কাজের অভিজ্ঞতাঃ যে কোনাে চামড়ার জুতার কারখানায় কমপক্ষে ১০ বৎসরের অভিজ্ঞতা।


২। অপারেটর (কাটিং, সুইং, লাস্টিং, ফিনিশিং, প্যাকিং ও আউটসােল)।

👉পদ সংখ্যা: ১২৫ জন।

🧾শিক্ষাগত যােগ্যতাঃ নূন্যতম ৮ম শ্রেণী/এস.এস.সি।

🎖️কাজের অভিজ্ঞতাঃ যে কোনাে চামড়ার জুতার কারখানায় কমপক্ষে ৫ বৎসরের অভিজ্ঞতা।


৩। সহকারী অপারেটর (কাটিং, সুইং, লাস্টিং, ফিনিশিং, প্যাকিং ও আউটসােল)।

👉পদ সংখ্যা: ১৭৫ জন

🧾শিক্ষাগত যােগ্যতাঃ নূন্যতম ৮ম শ্রেণী।

🎖️কাজের অভিজ্ঞতাঃ যে কোনাে চামড়ার জুতার কারখানায় কমপক্ষে ৩ বৎসরের অভিজ্ঞতা।


৪। হেলপার (কাটিং, সুইং, লাস্টিং, ফিনিশিং, প্যাকিং ও আউটসােল)।

👉পদ সংখ্যা: ২০০

🧾শিক্ষাগত যােগ্যতাঃ নূন্যতম ৮ম শ্রেণী।

আবেদনের ঠিকানাঃ 

নিম্নোক্ত ঠিকানায় প্রয়ােজনীয় কাগজ-পত্র নিয়ে সরাসরি যােগাযােগ করার জন্য অনুরােধ করা হয়েছে।

যােগীরছিট, বলদীঘাট, শ্রীপুর, গাজীপুর।

(জৈনা বাজার দিয়ে প্রবেশ করে কাওরাইদ রােডে চেয়ারম্যান মােড়ের আগে)

email: admin@craftsmanfootwear.com

যােগাযােগ : ০১৭১৬৯৩৪৪৭৩; ০১৭৩৭৮৬১৫৭০; ০১৭২৪১১৪৬৯৬।

বিঃ দ্রঃ কমপ্লায়েন্স ফ্যাক্টরি হওয়ায় ১৮ বছরের নিচে কর্মী নিয়ােগ দেওয়া হয় না।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন- ২৮ জানুয়ারি ২০২২

নিয়োগ বিজ্ঞপ্তি 👇

ক্রাফটসম্যান ফুটওয়্যার এন্ড এক্সেসরিজ লিঃ- এ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ